Tuesday, October 12, 2021

Z - চেতনার কবিতা || Z-poems, Arun Das

 Z - চেতনার কবিতা

...





সম্পর্ক যেন বাঁধহীন তারার 

                                   রাত

তোর আগুন শরীরে লিখি

              যাযাবর উল্কাপাত ৷

......................................



তোকে লিখি , অল্প চেনা এক রাতের অবসর ৷ তোর হিমেল বাতাস মোড়া শরীরে এই নিঃশব্দ ভ্রমন ৷

উড়ি ৷ উড়তে থাকি ৷

অনেক পাহাড়

অনেক নির্জন পথ

অনেক সবুজ

ঘাস হয়ে যাওয়া দিনলিপি

নীল শরীরের ইশারায়,

                          ঝরে পড়ি

নির্জনতার গন্ধ ফেলে যায়

                        রাতের মেঘ

আধো ঘুমে আজ ভেঙে যায়

                       সম্পর্কের বাঁধ

ছুঁয়ে ফেলি শরীরী শব্দের

                 সব সত্য হাতছানি 

সবুজ ভাঁজ

ছায়া ছায়া শরীরের 

                       চড়াই উতরাই

অন্ধ উপত্যকা .... অনায়াসে ৷


৩.


মেঘ কুয়াসার বিরহ ডুবে যায়

                     আদর স্তব্ধতায়

ছিঁড়ে ফেলে নৈ:শব্দের রাত

সব শব্দহীন সম্পর্কের বাঁধ

পর্দা সরলে

মধুর রাতের উচ্ছ্বাস

হলুদ গল্পের সূর্য

        আহ্লাদ এঁকে যায়

              আধখোলা শরীরে

চিনে নিই,

       রাধাময় রাতের অভিমান

মায়ার আঁচল ভেঙে

অবৈধ সূর্য নামে

.....অন্ধকারে রেখে আসি , 

অনামী সব বিকেল ৷

সোহাগী চাঁদ জেগে ওঠে 

                            চুম্বনে ৷

No comments:

Post a Comment

"পরম চেতনার পথে কবিতা" ( লেখক অরুণ দাস ) বইটি সম্বন্ধে পাঠ প্রতিক্রিয়া ।। চিত্রা ভট্টাচার্য্য, Chitra Bhattacharya

"পরম চেতনার পথে কবিতা" ( লেখক অরুণ দাস ) বইটি সম্বন্ধে পাঠ প্রতিক্রিয়া।  চিত্রা ভট্টাচার্য্য " পরম চেতনার পথে কবিতা ;'...