Wednesday, December 15, 2021

শব্দব্রাউজ :: শূন্যের অস্তিত্ব ; কবিতারা ।। সৌমিত্র রায় ।। প্রিয় কবির কবিতা,Soumitra Roy

শব্দব্রাউজ :: শূন্যের অস্তিত্ব ; কবিতারা

সৌমিত্র রায়



মেদিনীপুর ; ১৮-০৯-২০১৮ ; সকাল ৭টা ২৯ ; কাব্যযোগ শেষে এন্ড্রয়েড ছুঁয়েই কিছু লিখতে চাইছি ৷ এই যে সকাল সকাল দেহ-মনের পরিচর্যা এবং আবার কবিতায় বসা ৷ এইভাবেই সময়কে কাজে লাগানো ; এটাই স্বব্যবস্থাপনা আমার ৷


শব্দসূত্র :: কাশ দুলছে নদীর পাড়ে


কাশ ; রাশি রাশি কাশ ৷ ভোরের হাওয়ায় ; তাদের দুলুনি ; রঙ ছড়াচ্ছে কবির বুকে, তাও অদৃশ্য ৷ কাশের নিজের কোনো রঙ নেই ৷ কাঁসাইয়ের ঢেউয়ের নিরন্তর জন্মমৃত্যু , শূন্যের অস্তিত্বকেই বুকে ধরে বেঁচে আছে অনন্তকাল ৷ কবিমন ; আকাশ ; ঢেউ-চিন্তন ; নদীর গতিপথে অনন্ত রহস্য আঁকছে ৷

দুলছে অজস্র বাবলার পাতা ; অস্থির ৷ এমন ছন্দে আমার কবিতারাও জানিয়ে দিচ্ছে : কবিতা তো সাহিত্যের টেকনিক্যাল শাখা ৷ জীবন-চেতনার সেরা টেকনোলজি ৷ সব মাত্রারা ফুরফুরে হাওয়ার অস্তিত্বে ৷ শ্বাস-প্রশ্বাসের নিরন্তর রিদম কবিতার প্রযুক্তিতে ৷ দুলে ওঠা, অক্ষরে নিহিত প্রাণ ৷

নদীর ঠিকানা ; নদী মনে রাখে না ৷ সব ঢেউ ; জন্মমৃত্যু ; ঠিকানাবিহীন ৷ স্রোত একটাই ৷ ফেসবুকে অজস্র কবিতার মতো ৷

পাড়ে যে মেয়েটি বসে ৷ হাতে জাল ৷ নেমেছিলো জলে ৷ ওর জেলে-রঙা কাপড়ে কাশের দুলুনি নেই ৷ তাকানোতে শূন্যতার আলো ৷ কোঁচড়ের মাছেরাও বুঝিয়ে দিচ্ছে ~ জল ; কাশ ; জীবনের সবটুকু বর্ণহীন ৷ রোদের রহস্য ছাড়া ৷

কাশ দুলছে নদীর পাড়ে ৷ দুপুরে বিষাক্ত যে রোদ ; ভোরে তা-ই ঔষধি ! দুপুরে যে জীবন বিবর্ণ, সকালে বর্ণময় ৷ রোদ রঙা কাশে ৷ নদী পাড়ে ৷ ৷৷ শান্তি ৷৷

No comments:

Post a Comment

"পরম চেতনার পথে কবিতা" ( লেখক অরুণ দাস ) বইটি সম্বন্ধে পাঠ প্রতিক্রিয়া ।। চিত্রা ভট্টাচার্য্য, Chitra Bhattacharya

"পরম চেতনার পথে কবিতা" ( লেখক অরুণ দাস ) বইটি সম্বন্ধে পাঠ প্রতিক্রিয়া।  চিত্রা ভট্টাচার্য্য " পরম চেতনার পথে কবিতা ;'...