Thursday, January 20, 2022

ইহিতা এরিন-এর কবিতা ।। zedpoems.net

ইহিতা এরিন-এর কবিতা


 

১। ১টি পার্থিব; কয়েকটি অপার্থিব অভিমুখী 


০ের পাশে শব্দকে শুইয়ে দিলে 

নৈঃশব্দ্য দাঁড়িয়ে  

                 অন্ধকারের 

চিবুক ছুঁয়ে

সংখ্যার সাথে শব্দবন্ধ 

জড়ো করলে ওড়ে ~ পোশাকি তারিখ

জীবনের সাথে তারিখ 

সেলাই করলে 

                        আলবৎ

 সংখ্যা-মৃত্যু


আমরা জানি     (মৃত্যু) = (বিয়োগ)


মানুষ মূলত অমর; মৃত্যু তার জন্য ইস্যু নয় করতলে বয়ে যায় মৃত্যুজ অগণন 


কেননা 

জীবিত মানুষের       মৃত্যু-অভিজ্ঞতা নেই



২. ডিভাইন কমেডি 


মৃত মাছের চোখ আমি অথবা বেয়াত্রিচ

স্বাক্ষরের কাঁটাতার পেরোনোর চেয়ে সহজ খুব ফুসফুস বরাবর ঠাসা এ কে ফর্টি সেভেন। 


দান্তে অথবা তোমাকেই ফরাসি চুম্বন 

উড়িয়ে দিয়েছি ভোরের কুয়াশা বাক্সে।


আমাদের মাঝে সাইঁত্রিশ সংখ্যক ভীড়বাট্টা।

নিষিদ্ধ চুম্বনের ঠোঁটোগ্রাফে এলো

জেলখানা ফেরত খাম—হলো কুয়াশাই জয়ী কিংবা অনন্ত মিথ্যে।


ডিভাইন কমেডি হাসলো হা হা...!!


৩. অতল জলের স্তব্ধচিত্র 

 


লাল কাঁকড়ার ঠোঁটোগ্রাফ

একদিন

বরফআগুন

কমছে কামজ্বর

জমছে কাশি

          উত্তপ্ত-০ থালা

               

ঘুম ~বারান্দায় : অতিদ্রুত কণ্ঠস্বর দর্পণে 

স্থির ল্যান্ডস্কেপ। পটে আঁকা সমুদ্র-সারস বিগত


শতাব্দীর মুণ্ডমালা

বিউগল 

তীব্র কোলাহল

সিলগালা জিহ্বা ~ নিরপেক্ষভূমি

1 comment:

"পরম চেতনার পথে কবিতা" ( লেখক অরুণ দাস ) বইটি সম্বন্ধে পাঠ প্রতিক্রিয়া ।। চিত্রা ভট্টাচার্য্য, Chitra Bhattacharya

"পরম চেতনার পথে কবিতা" ( লেখক অরুণ দাস ) বইটি সম্বন্ধে পাঠ প্রতিক্রিয়া।  চিত্রা ভট্টাচার্য্য " পরম চেতনার পথে কবিতা ;'...