Sunday, January 30, 2022

বিয়োগফুল || ইহিতা এরিন, z-poems

 বিয়োগফুল || ইহিতা এরিন



কহাকহির নামতা উড়ে গেলে সব ঠোঁট  বিয়োগচিহ্ন। 

যেসব ড্রইংরুম এককে যৌথ— যেন তারা নিঃসঙ্গ কফিন পেয়ালা।


প্রপিতার ব্যক্তিগত হাসপাতাল 

বিছানায়

সকল নামের বিয়োগচিহ্ন 

যোগ হয়—

প্রত্যেক নাম ফোটায় বিয়োগফুল। 


সম্পর্ক, 

বাগানের চিবুক থেকে খসে পড়ে লালের চিহ্ন। 

মানুষ, 

জন্ম থেকেই নিঃশেষ-বিভাজিত বিয়োগজীবী।

1 comment:

Z - প্রজন্মের কবিতা আন্দোলনের ইস্তেহার

 Z - প্রজন্মের কবিতা আন্দোলনের  ইস্তেহার ১. Z - প্রজন্মের কবিতা 'পরমচেতনার'-র কবিতা।  ২. শব্দ নয় , বর্ণ-ই ব্রহ্ম। ৩.  বর্ণের মধ্যেই ...