Thursday, February 24, 2022

নীরবের ঘুমঘুঙুর || ইহিতা এরিন, z-poems

 নীরবের ঘুমঘুঙুর || ইহিতা এরিন
রাত একথালা নেশাতুর নিশিবাদ্য

   বাজছে খলবলিয়ে কিন্তু শব্দ হচ্ছে না


নীরবতা; সব কান্নায় চোখের জল জরুরি নয়...


         অভিমানে ফেটে পড়ে আঙুরের ঘুমঘুঙুর নাতিদীর্ঘশ্বাস


দ্রবীভূত কুয়াশার ঘ্রাণ থেকে ঝরছে ওচানের জরায়ু


জলে কোন জল থাকেনা যেমন পায়ে থাকে না পা


এমন পাহীন রাতের দরজা খুলতেই চোখেরা সটান দাঁড়িয়ে যেন ওয়াচডগ

No comments:

Post a Comment

সৌতিক হাতীর কবিতা ।। Poems by Soutik Hati

সৌতিক হাতীর কবিতা  অন্ধকারে লেখা... অন্ধকারে বুক চিতিয়ে দাঁড়াই           ছায়ার সাথে ছু কিত কিত খেলা এখানে এখন শুকিয়ে যাওয়া নদী         ...